বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইট্স সার্ভিসেস ফাউন্ডেশন

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায়

  • সার্বিক জাতীয় ঐক্য : জাতীয়তাবাদ ও জাতীয় পরিচয় নিয়ে অহেতুক বিতর্কের অবসান ঘটিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল অংশে সম-অংশীদারীত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে একটি সুসংহত জাতিস্বত্ত্বা নির্মাণ।
  • ভারসাম্যময় সরকার পদ্ধতি : বহুদলীয় সংসদীয় গণতন্ত্রকে ভিত্তি হিসেবে গ্রহন করে একটি সার্বভৌম স্বাধীন জাতীয় সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠাকরণের পাশাপাশি রাষ্ট্রির প্রশাসনে জবাবদিহিতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা।
  • গণমূখী অর্থনীতি : সম্পদের সুষম বন্টন ও ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে একটি জাতীয় গণমূখী অর্থনীতি প্রতিষ্ঠাকরণের চূড়ান্ত লক্ষ্যে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
  • তৃনমূল গণতন্ত্র : রাষ্ট্রীয় জনপ্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ প্রশাসনিক বিকেন্দ্রিকরণের মাধ্যমে স্থানীয় সরকারসমূহের ক্ষমতারন ও তৃনমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা।
  • সার্বজনীন শিক্ষা : সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, যাহাতে প্রতিটি মানুষ শিক্ষালাভের সম-সুযোগ লাভ করে এবং জাতীর শিক্ষানীতিকে ঢেলে সাজানো, যাহাতে প্রজন্ম একক জাতীর ভাবধারার উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতি সত্ত্বার বিকশিত হয়।