বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইট্স সার্ভিসেস ফাউন্ডেশন(বিএলএইচআরএসএফ) একটি অরাজনৈতিক এবং বেসরকারী, অলাভজনক, লিগ্যাল এবং হিউম্যান রাইট্স প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন সংক্রান্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান। এর উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার এর যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করা হবে এবং সোসাইটি রেজিষ্ট্রেশন এ্যাক্ট ১৮৬০ এর ২০ ধারা পরিপন্থি উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী অকার্যকর বলে গণ্য হবে।। নিচে বিএলএইচআরএসএফের কিছু মূল আদর্শ তুলে ধরা হলো:
উক্ত মৌলিক আদর্শ ও মূল নীতির আলোকে প্রণীত রাজনৈতিক কর্মসূচি এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এর ঘোষনা পত্রে বিবৃত কর্মসূচিসমূহ বাস্তবারনের দায়িত্ব দলীর গঠনতন্ত্র মোতাবেক - গঠিত কমিটিসমূহের উপর অর্পিত থাকবে।প্রকাশিত ও প্রচারিত: ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) কর্তৃক প্রকাশিত ও প্রচারিত।